ক্রমিকনং |
কাজের বিবরণ |
প্রয়োজণীয় কাগজপত্র, ফি ও সম্ভাব্য সময় |
০১ |
নামজারী
|
এস,এ রের্কড, দলিল, ওছিয়ত নামা, দানপত্র ওয়ারিশন সনদপত্র ইত্যাদিসহ সহকারী কমিশনার (ভূমি) এর বরাবরে আবেদন করতে হয়। সরকারী ফিঃ (1) আবেদন কোর্ট ফি ২০.০০ টাকা । (2) খতিয়ান ফি ১০০.০০ টাকা। (3) রেকর্ড সংশোধন ফি ১০০০.০০ টাকা। (4) নোটিশ জারী ফি ৫০.০০ টাকা । (5) আইনগত কোন জটিলতা না থাকলে অনধিক ২৮ দিনের মধ্যে আবেদনকারীর অনুকুলে হলে খতিয়ান কপি সরবরাহ করা হয়। (5) আবেদন কোর্ট ফি ২০/- , নোটিশ জারী ফি-৫০/- land.gov.bd ওয়েবসাইট হতে আবেদনের সাথে মোট ৭০/- প্রদান এবং আবেদন মঞ্জুর পূর্বক ১১০০/- টাকা ওয়েবসাইট হতে বিকাশ, নগদ প্রভূতির মাধ্যমে আবেদনকারী নিজেই টাকা পরিশোধ করে কিউ,আর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান land.gov.bd ওয়েবসাইট হতে সেবাগ্রহীতা নিজেই প্রিন্ট করে নিতে পারেন। |
ক০২ |
কৃষিখাস জমি বন্দোবস্ত প্রদান |
ভূমিহীন সনদপত্রসহ সরকার কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফর্মে সদ্য তোলা ২ কপি ছবি যা সংশিস্নষ্ট (চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত) সহকারী কমিশনার (ভূমি) ও সদস্য সচিব উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি বরাবরে আবেদন করতে হয়। পরবর্তীতে আভ্যন্তরীন প্রক্রিয়া শেষে জেলা কমিটির অনুমোদন সাপেক্ষে প্রকৃত ভূমিহীনকে খাস জমি বন্দোবস্ত দেয়া হয় । |
০৩ |
অর্পিত সম্পত্তি একসনা লীজ প্রদান |
অর্পিত সম্পত্তি একশনা লীজ গ্রহণের জন্য ২০.০০ টাকার কোর্ট ফিসহ সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন করতে হয়। সরকারী নীতিমালা অনুযায়ী সেলামী ধার্যে আবেদনকারীকে শর্ত সাপেক্ষে এক বৎসরের জন্য লীজ প্রদান করা হয়। |
০৪ |
আশ্রয়ন/আবাসন/ আদর্শগ্রাম/গুচ্ছগ্রামে কক্ষ বরাদ্দ |
ভূমিহীন সনদপএসহ সরকার কর্তৃক সরবরাহকৃত নির্ধরিত ফর্মে সদস্যতোলা ২ কপি ছবি যা সংশিস্নষ্ট (চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত) সহকারী কমিশনার (ভূমি) ও সদস্য সচিব বরাবরে আবেদন করতে হয়। কক্ষ ফাঁকা থাকা তালিকা অনুযায়ী কক্ষ বরাদ্দ প্রদান করা হয় । |
০৫ |
রেকর্ড সংশোধন সংক্রান্ত |
(১) সরকারী সম্পত্তি সংক্রান্ত: কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারী সম্পত্তি রেকর্ড সংশোধনের জন্য আবেদন করার পুর্বে সর্বোচ্চ আদালত হতে ডিক্রী প্রাপ্ত হয়ে ডিক্রীর জাবেদা নকলসহ ২০.০০ টাকার কোর্ট ফি সংযুক্ত করে আবেদন করতে হয়। এক্ষেত্রে আবেদন বিবেচনার পূর্বে ডিক্রী পাওয়ার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়। মন্ত্রনালয় হতে অনুমোদন পাওয়ার পর রেকর্ড সংশোধন /নতুন খতিয়ান খোলার বিষয়টি বিবেচনা করা হয় । সরকারী সম্পত্তি ছাড়া অন্য সম্পত্তিঃ এক্ষেত্রে সংশ্লিষ্ট আদালত হতে ডিক্রী পাওয়ার পর ডিক্রীর জাবেদা নকলসহ ২০.০০ টাকার কোর্ট ফি সংযুক্ত করে আবেদন করতে হয়। আবেদন খানা সরেজমিন তদন্ত ও রেকর্ডপত্র পর্যলোচনা করে রেকর্ড সংশোধনের বিষযটি বিবেচনা করা হয়। |
০৬ |
হাট বাজারের খাস জমি একসনা বন্দোবস্ত |
সরকারী হাট-বাজারের দোকান ঘর (অনুমোদিত পেরীফেরিভূক্ত) একসনা বন্দোবস্ত প্রদান করা হয়। হাট-বাজারের পেরীফেরিভূক্ত খাস জমিতে থাকা স্থায়ী দোকান ঘরের মালিকের নিকট ২০.০০ টাকার কোর্ট ফি, ট্রেড লাইসেন্স, বাজার বনিক সমিতির প্রত্যায়নসহ আবেদন নেওয়া হয় । অতঃপর আবেদন যাচাই বাছাই, তদন্ত শেষে জেলা প্রশাসক-এর অনুমোদন সাপেক্ষে ২০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামা সম্পাদন পূর্বক সরকার নির্ধারিত মূল্যে ও শর্তে ০১ বছরের জন্য একশনা বন্দোবস্ত প্রদান করা হয়। |
০৭ |
সত্য ঘটনার বিবরণী (এস,এফ)সংক্রান্ত |
জেলা প্রশাসক কর্তৃক চাহিত জনসাধারনের জমিজমা সংক্রান্ত মামলার সত্য ঘটনার বিবরণী (এস এফ) প্রেরণ করা হয়। |
০৮ |
সায়রাত সংক্রান্ত |
সরকারী বালু মহাল জেলা প্রশাসক কর্তৃক ০১ বছরের জন্য এবং জলমহাল ৩ বছরের জন্য ইজারা প্রদান করা হয়। ইজারা না হলে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী খাস আদায়ের ব্যস্থা নেয়া হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট মহালের জন্য উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে আবেদন করতে হয়। |
০৯ |
সার্টিফিকেট মামলা |
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে দায়েরকৃত সার্টিফিকেট মামলা দ্রুত নিষ্পত্তি করে ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা প্রদান করা হয় |
১০ |
বিবিধ আবেদন নিষ্পত্তি করণ |
উপরোক্ত নির্ধারিত র্কাযক্রম ছারাও সরকারী প্রতিষ্ঠান/জনসাধারনের ভূমি সংক্রান্ত বিভিন্ন পএ/আবেদনের ( ভূমির অখন্ডতা,সীমানা নির্ধারন, সরকারী গাছ/ফল বাগান নীলাম ইত্যাদি) দ্রুত নিষ্পত্তি করা হয়। |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস